ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নেতাকর্মীরা ঢাকায়, বরগুনায় হরতালে মাঠে নেই বিএনপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
নেতাকর্মীরা ঢাকায়, বরগুনায় হরতালে মাঠে নেই বিএনপি

বরগুনা: রাজধানীতে অনুষ্ঠিত মহাসমাবেশে অংশ নিতে যাওয়া বরগুনা বিএনপির নেতাকর্মীরা এখনো জেলায় ফেরেননি। তাই রোববার (২৯ অক্টোবর) সকাল-সন্ধ্যা হরতালে বরগুনায় মাঠে নেই বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।

সেই সঙ্গে জেলা বিএনপির অফিসও রয়েছে তালাবদ্ধ।  

সকাল থেকেই জনজীবনে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি। শহরের সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলতে দেখা গেছে। তবে ভারী যানবাহন অন্য দিনের চেয়ে কিছুটা কম চলছে। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পুলিশের অবস্থান রয়েছে।

জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল স্বাভাবিক থাকলেও বরগুনা পৌর বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। সড়কে দেখা যায়নি বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে। তবে ছাত্রদল পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঝটিকা মিছিল করেছে।

অন্যদিকে বরগুনা জেলা আওয়ামী লীগের ব্যানারে পৌর শহরের প্রধান প্রধান সড়কে হরতালবিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়া পৌর সুপার মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে। এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীরসহ সাবেক সিনিয়র নেতাকর্মীদের বক্তব্য দিতে দেখা গেছে।

বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মো. নজরুল ইসলাম মোল্লা ফোনে বাংলানিউজকে বলেন, শনিবার রাজধানীর সমাবেশের জন্য আমরা ঢাকায় এসেছি, এখনো বরগুনায় ফিরিনি। বরগুনায় কোনো নেতাকর্মী না থাকায় হরতালের মাঠে থাকতে পারিনি।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।