ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু

রাজবাড়ী: রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২৮ অক্টোবর) ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ থেকে তিনি গ্রেপ্তার হয়েছেন।

 

রোববার (২৯ অক্টোবর) দুপুরে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি অ্যাডভোকেট আসলাম মিয়া এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, গতকাল ২৮ অক্টোবর ঢাকায় নয়াপল্টন বিএনপির মহাসমাবেশ ছিল। সেই মহাসমাবেশে রাজবাড়ী জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু তার নেতাকর্মীদের নিয়ে যোগ দেন। সমাবেশে অতর্কিতভাবে পুলিশ হামলা চালায়। হামলায় লিয়াকত আলী বাবু আহত হন এবং তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করে পুলিশ। এই গ্রেপ্তারে আমরা রাজবাড়ী জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানোসহ তাকে অবিলম্বে মুক্তির দাবি জানাই।  

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।