ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পিরোজপুরে আ.লীগের অবরোধ প্রতিহত মঞ্চ গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
পিরোজপুরে আ.লীগের অবরোধ প্রতিহত মঞ্চ গঠন

পিরোজপুর: পিরোজপুরে আওয়ামী লীগের উদ্যোগে অবরোধ প্রতিহত মঞ্চ গঠন করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) পিরোজপুর শহরসহ জেলার নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলায় ওই মঞ্চ গঠন করা হয়েছে।

 

জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারা দেশে তিনদিন অবরোধ ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী পিরোজপুরেও বিএনপির পক্ষ থেকে ওই কর্মসূচি রয়েছে। আর ওই কর্মসূচি প্রতিহত করতে স্থানীয় এমপি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানসহ নয়টি স্থানে ওই মঞ্চ গঠন করা হয়েছে।  

পিরোজপুর সদর উপজেলার পুরাতন সিও অফিস (উপজেলা পরিষদ) চত্বর, পুরাতন বাসস্ট্যান্ড, টাউন ক্লাব, নতুন বাসস্ট্যান্ডে।  

জেলার নাজিরপুরে উপজেলা পরিষদ মোড়, চৌঠাইমহল বাসস্ট্যান্ডে, মাটিভাঙ্গা মোড়। জেলার ইন্দুরকানীতে উপজেলা পরিষদ চত্বর ও ইন্দুরকানীতে এ মঞ্চ গঠন করা হয়েছে।

দলীয় সূত্র জানান, বিএনপি-জামায়াতে অবৈধ অবরোধের বিরুদ্ধে ও যেকোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে দলীয়  কর্মীরা সেখানে অবস্থান করছেন। আর এটিকে অবস্থান কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে। বিএনপির ডাকা অবরোধের ৩দিনই দলের  কর্মীরা সেখানে অবস্থান করবেন।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে জেলার সদর উপজেলা সিও অফিস (উপজেলা পরিষদ) চত্বরের অবস্থান কর্মসূচিতে থাকা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন জানান, বিএনপি-জামায়াতের অবৈধ অবরোধ কর্মসূচিতে পিরোজপুরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যাতে কোনো রকম বিঘ্নিত না হয়, সে জন্য মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের নির্দেশে আমাদের তিন দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি।  

জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডের অবস্থান কর্মসূচিতে থাকা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস জানান, অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াত যাতে কোনো ধরনের সহিংসতা করতে না পারে তা প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের নিয়ে এ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়েছে।  

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল থেকে পিরোজপুর শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, রাস্তার বিভিন্ন স্থানে পুলিশের সতর্ক অবস্থান। স্থানীয় বিভিন্ন রুটে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ পাহারায় ঢাকাসহ দূরপাল্লার গাড়ি চলছে। তবে যাত্রীর সংখ্যা অনেক কম রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।