কুমিল্লা: বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের দ্বিতীয় দিনে কুমিল্লায় গাড়ি ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর এলাকায় অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় তিনজনকে আটক করে পুলিশ। এছাড়াও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় পিকেটিং করার সময় একজনকে আটক করা হয়। ওই ঘটনায় তিনটি গাড়ি ভাঙচুরের কথা জানায় পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলা অংশে গাড়ি ভাঙচুরের অভিযোগে আরও একজনকে আটক করা হয়।
ব্রাহ্মণপাড়া উপজেলার ঘটনায় আটক ছাত্রদল নেতারা হলেন- ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক, উপজেলা ছাত্রদলের সদস্য মোজাম্মেল হক তানিম, মাধবপুর ইউনিয়ন ছাত্রদল নেতা মো. রহমতুল্লাহ। এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকায় আটক হন ছাত্রদল নেতা আতিক রুবেল। তিনি কুমিল্লা মহানগর শাখার সাবেক সিনিয়র সহসভাপতি।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান জানান, অবরোধের সমর্থনে গাড়ি ভাঙচুরের সময় পুলিশ হাতেনাতে ছাত্রদলের পাঁচজনকে আটক করে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৪৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
আরএ