ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আদিতমারীতে ভাদাই ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
আদিতমারীতে ভাদাই ইউনিয়ন বিএনপি নেতা গ্রেপ্তার

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নাশকতার মামলায় মোজাম্মেল হক (৫০) নামে বিএনপির এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ নভেম্বর) দুপুরের দিকে উপজেলা সদরের স্মৃতিসৌধ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোজাম্মেল হক উপজেলার ভাদাই ইউনিয়নের ভেটেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি ও আদিতমারী সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক।

জানা গেছে, গত ২৯ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে পুলিশ লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতা-কর্মীরা। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও এক-দেড়শ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।  

রোববার দুপুরে এ মামলায় ভাদাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হককে স্মৃতিসৌধ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বাংলানিউজকে ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।