ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পার্বত্যবাসীর উন্নয়নে সরকার আন্তরিক: পার্বত্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
পার্বত্যবাসীর উন্নয়নে সরকার আন্তরিক: পার্বত্যমন্ত্রী বক্তব্য দিচ্ছেন বীর বাহাদুর উশৈসিং

বান্দরবান: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, বর্তমান সরকারের আমলে পার্বত্য এলাকায় সবচেয়ে বেশি উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, আওয়ামী লীগ সরকার সমতলের মতো পার্বত্যবাসীর জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে এবং তা সুন্দরভাবে বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন শেষে এক জনসমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বলেন, বান্দরবানের বিভিন্ন এলাকায় অসংখ্য সড়ক, ব্রিজ, কালভার্ট হয়েছে আর তার পাশাপাশি বিভিন্ন দুর্গম এলাকায় শিক্ষা, স্বাস্থ্য যোগাযোগসহ বিদ্যুৎখাতে অসংখ্য উন্নয়ন হচ্ছে। যার সুফল পাচ্ছে পার্বত্যবাসী।  

পার্বত্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে, দেশের উন্নয়ন করেছে। তাই আগামীতেও স্মার্ট বাংলাদেশ নির্মাণ করার জন্য সবাইকে আওয়ামী লীগ সরকারের পাশে থাকতে হবে।

জনসমাবেশের আগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে প্রায় ২১ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে বেতছড়া এলাকায় সাঙ্গু নদীর উপর পিসি গার্ডার ব্রিজ, হেডম্যানপাড়ায় সেচ ড্রেন নির্মাণসহ পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন করেন পার্বত্যমন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৪৯ কোটি টাকা ব্যয়ে পাঁচটি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা, ভাইস চেয়ারম্যান হারুণ-অর রশীদ, সহকারী পুলিশ সুপার (এএসপি) আমজাদ হোসেন, সিনিয়র সহকারী কমিশনার অরুপ রতন সিংহ, রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোরশেদ আলম চৌধুরী, রোয়াংছড়ি উপজেলা চেয়ারম্যান চহাই মং মারমা, পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তংচঙ্গ্য, এলজিইডি -এর নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো. ইয়াছির আরাফাতসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।