ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
বাসে আগুন দেওয়ার সময় ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর আব্দুল্লাহপুরে প্রজাপতি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার সময় এক নাশকতাকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।  

গ্রেপ্তার আসামি হলেন- ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মামুন মজুমদার (৩৫)।

সোমবার (১৩ নভেম্বর) রাজধানীর আব্দুল্লাহপুর থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।  

র‌্যাবের অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মুহাম্মদ মোসতাক আহমদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, নাশকতাকারী যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করার সময় হাতেনাতে তাকে আব্দুল্লাহপুর থেকে গ্রেপ্তার করা হয়।  

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসজেএ/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।