ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদলের মিছিল, টায়ারে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে যুবদলের মিছিল, টায়ারে অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে অবরোধের সমর্থনে মিছিল ও সড়কে টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ করেছে মহানগর যুবদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে হাজীগঞ্জ এলাকার নাগিনা জোহা সড়কে অবরোধের সমর্থনে এ মিছিল করে যুবদল।

মিছিল থেকে ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব শাহেদ আহমেদের নেতৃত্বে এ সময় বিভিন্ন ইউনিট যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহেদ জানান, অবরোধের সমর্থনে আমাদের এ মিছিল। আমরা ঘোষিত তফসিল অবিলম্বে বাতিল চাই।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।