ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

প্রথম দিনে ২১৩ জনের জাসদের মনোনয়নপত্র সংগ্রহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
প্রথম দিনে ২১৩ জনের জাসদের মনোনয়নপত্র সংগ্রহ

ঢাকা: সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ ২১৩ জন প্রথম দিনেই জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

শনিবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দলের সভাপতি ও দলীয় মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

এ সময় উপস্থিত ছিলেন দলীয় মনোনয়ন বোর্ডের সদস্য সচিব শিরীন আখতার এবং সদস্য অ্যাডভোকেট রবিউল আলম, মোশারেফ হোসেনসহ দলের শীর্ষ নেতারা।

দলীয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে হাসানুল হক ইনু বলেন, দেশি-বিদেশি ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করে নির্বাচন কমিশন কর্তৃক সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা সৃষ্টির অপরাজনীতির পথ রুদ্ধ হয়ে গেছে। সংবিধান সমুন্নত হয়েছে।  

ইনু সন্ত্রাসবাদী রাজনীতির ভুল পথ পরিহার করে ভুল স্বীকার করে, তওবা করে জনগণের কাছে মাফ চেয়ে, নাকে খত দিয়ে স্বাভাবিক-গণতান্ত্রিক-সাংবিধানিক-নির্বাচনী রাজনীতিতে ফিরে আসার জন্য বিএনপি ও তাদের রাজনৈতিক সঙ্গীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রথম দিনেই সশরীরে হাজির হয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলের সভাপতি হাসানুল হক ইনু কুষ্টিয়া-২, সাধারণ সম্পাদক শিরীন আখতার ফেনী-১, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম যশোর-৩, মোশারেফ হোসেন লক্ষ্মীপুর-৪, এ কে এম রেজাউল করিম তানসেন বগুড়া-৪, নুরুল আকতার চট্টগ্রাম-৩, রোকনুজ্জামান রোকন কুষ্টিয়া-৪, নইমুল আহসান জুয়েল নোয়াখালী-২, মোহাম্মদ মোহসীন বরিশাল-৬, সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু ময়মনসিংহ-৬, জাহিদুল আলম মাগুরা-১, জসিমউদ্দিন বাবুল চট্টগ্রাম-১১, জায়েদুল কবির নরসিংদী-২, শরিফুল কবির স্বপন কুষ্টিয়া-১, জহিরুল হক মণ্ডল বাচ্চু গাজীপুর-৩, মো. আব্দুর রাজ্জাক বগুড়া-৭, মুহাম্মদ সামছুল ইসলাম সুমন ঢাকা-১৫, মো. হারুন অর রশিদ সুমন নোয়াখালী-২, অ্যাডভোকেট হাসান আকবর আফজল হারুন বগুড়া-১, অ্যাড. নীলঞ্জনা রিফাত সুরভী ঢাকা-৮, মনির হোসেন মজুমদার চাঁদপুর-৫, শহিদ আলমগীর চাঁদপুর-২, সিদ্দিকুল আলম মামুন বগুড়া-৪, মোহাম্মদ ফিরোজ শাহী শরিয়তপুর-১, অ্যাড. আবু মো. হানিফ ঢাকা-১৪, জুলফিকার মান্নান জামী রাজশাহী-৬, সাজ্জাদ হোসেন বরিশাল-২, আবু জাফর সূর্য বরগুনা-১, মীর্জা মো. আনোয়ারুল হক ঢাকা-১৪, ফরিদ উদ্দিন আহমেদ কুমিল্লা-৫, অ্যাড. মোহাম্মদ সেলিম লক্ষ্মীপুর-৪, শরফুদ্দিন হোসেন কিশোরগঞ্জ-১, ধীমন বড়ুয়া ঢাকা-১৭, মনিরুল ইসলাম কুমিল্লা-৬ আসন এবং অনলাইনে শেখ মো. ওবায়দুস সুলতান বাবলু সাতক্ষ্মীরা-১, অধ্যক্ষ আশেক-ই-এলাহী সাতক্ষ্মীরা-৪, কুমারেশ রায় রংপুর-২, মো. ফারুক আহমেদ লাবু পঞ্চগড়-১, অধ্যাপক তরিকুল ইসলাম পঞ্চগড়-২, আব্দুল্লাহ আল মাসুদ শিবলী রাজশাহী-২, শাহ আলম বিশ্বাস দিনাজপুর-৬, অ্যাড. মোস্তাফিজার রহমান বুলু রংপুর-১, অধ্যক্ষ রাজিউর রহমান ঠাকুরগাঁও-২, অ্যাড. লিয়াকত আলী দিনাজপুর-৪, অধ্যাপক আজিজুল হক নীলফামারী-৩, আজিজুল ইসলাম নীলফামারী-৪, গোলাম মারুফ মনা গাইবান্ধা-২, এস এম খাদেমুল ইসলাম খুদী গাইবান্ধা-৩, মো. মনিরুজ্জামান চাঁপাইনবাবগঞ্জ-৩, মো. শওকত আলী কিশোরগঞ্জ-৩, বিশ্বাস শিহাব পারভেজ মিঠু পটুয়াখালী-৪, আনোয়ারুজ্জামান চুন্নু পটুয়াখালী-২, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান ভোলা-১, মনিরুল ইসলাম লিটন শেরপুর-১, অ্যাড. গিয়াসউদ্দিন ময়মনসিংহ-৯, এ কে এম অহিদুল ইসলাম কবির সুনামগঞ্জ-১, অ্যাড. আখতার হোসেন সাঈদ ব্রাহ্মণবাড়িয়া-৫, মো. নাজমুল হক সুনামগঞ্জ-৩, অ্যাড. নইমুল হক চৌধুরী টুটুল কক্সবাজার-৩ সহ ২১৩ জন প্রার্থী নির্ধারিত ফি পাঁ৭ হাজার টাকা দিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

জাসদ সূত্রে জানা যায়, অনেক আসনেই একাধিক প্রার্থী দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২৩
আরকেআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।