ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নৌকার টিকিট পেয়ে চেয়ারম্যানের পদ ছাড়লেন মুশফিক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
নৌকার টিকিট পেয়ে চেয়ারম্যানের পদ ছাড়লেন মুশফিক 

হবিগঞ্জ: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য (এমপি) পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যানের পদ ছেড়েছেন ডা. মুশফিক হুসেন চৌধুরী।
  
স্থানীয় সরকার মন্ত্রণালয় মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে ডা. মুশফিকের পদত্যাগপত্র গ্রহণ করে।

 

মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ সামছুল হক নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, ডা. মুশফিক হুসেন চৌধুরী নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যানের পদ ছেড়েছেন।
 
পদত্যাগপত্র গ্রহণ করে হবিগঞ্জ জেলা পরিষদের এক নম্বর ক্রমিকের প্যানেল চেয়ারম্যান সৈয়দ মো. শামীম আনোয়ারকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে ক্ষমতা দেওয়া হয়েছে।
 
জেলার নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নিয়ে হবিগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়া আরও দুজন স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সাবেক এমপি এমএ মুনিম চৌধুরী বাবু।
 
অন্যজন বর্তমান এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজের ছোট ভাই গাজী মোহাম্মদ শাহেদ।
 
এ আসনে মোট ৪ লাখ ৩০ হাজার ভোটারের মধ্যে ২ লাখ ১৩ হাজার ৭ জন নারী এবং পুরুষ ভোটার সংখ্যা ২ লাখ ১৭ হাজার ৮৩।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।