ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপির সভাপতিসহ ১৩ জনের নামে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
সোনারগাঁয়ে বিএনপির সভাপতিসহ ১৩ জনের নামে মামলা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ ১৩ জন বিএনপির নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) রাতে তালতলা ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদ মিয়া বাদী হয়ে এ মামলা করেন।

এ মামলায় আরও অনেকেই অজ্ঞাত আসামি করা হয়।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের শিংলাবো এলাকায় গত মঙ্গলবার রাতে অবরোধ চলাকালে টাইলসবাহী একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের হেলপার মো. সায়মন দগ্ধ হন। দগ্ধ হেলপার সায়মন শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় বুধবার রাতে এ মামলা করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে এ মামলা করা হয়। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।