ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মাগুরায় সড়কে ট্রায়ারে আগুন জ্বালিয়ে পালাল দুর্বৃত্তরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
মাগুরায় সড়কে ট্রায়ারে আগুন জ্বালিয়ে পালাল দুর্বৃত্তরা

মাগুরা: মাগুরা সদর উপজেলার সামনে সড়কে ট্রায়ারে আগুন জ্বালিয়ে পালিয়েছে বিএনপি নেতা-কমীরা।

সরকার পতনের একদফা দাবিতে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপি-জামায়াতের ডাকা নবম দফায় (রবি-সোমবার) সারা দেশে ৪৮ ঘণ্টার অবরোধ সফল করতে আগুন দেয় শনিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তারা।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাগুরা ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করছি, হরতাল-অবরোধ সফল করতে তারা এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।