ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

খুলনায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
খুলনায় বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

খুলনা: খুলনায় বিএনপির চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে মহানগরীর ইকবাল নগর মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম হোসেন, সোনাডাঙ্গা থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, শ্রমিক দল নেতা মো. ইউনুচ ও ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা মো. মনি।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন খান বাংলানিউজকে জানান, গ্রেপ্তার চার নেতার নামে আগে থেকে থানায় মামলা রয়েছে। তারা মিছিল করে গাড়ি ভাঙচুরের চেষ্টা করছিলেন। শফিকুল ইসলামের নামে সোনাডাঙ্গা থানায়ও মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।