ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জীবন্ত ঈগল নিয়ে এমপি আব্দুল মজিদ খানের প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
জীবন্ত ঈগল নিয়ে এমপি আব্দুল মজিদ খানের প্রচারণা

হবিগঞ্জ: হবিগঞ্জ-২ আসনে তিনবারের এমপি ও দ্বাদশ সংসদ নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ খানের প্রতীক ঈগল। ভোট চাইতে তাই জীবন্ত ঈগল পাখি নিয়ে প্রচারণা চালাচ্ছেন তার কর্মী-সমর্থকরা।


 
রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের আনন্দ বাজারে এভাবে প্রচারণা চালানো হয়। এ ঘটনা জেলায় আলোচিত হচ্ছে।
 
স্থানীয়রা জানান, কাগাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল কাশেমের নেতৃত্বে জীবন্ত ঈগল পাখি হাতে নিয়ে মিছিল করা হয়। নিজের ফেসবুক আইডির টাইমলাইনে তিনি এ প্রচারণা লাইভ প্রচার করেন।
 
এ বিষয়ে ইউনিয়ন যুবলীগ নেতা মো. মাজু মিয়া বলেন, জীবন্ত ঈগল নিয়ে প্রচারণার মধ্য দিয়ে আইন অমান্য করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
 
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল বলেন, জীবন্ত পাখির জীবন বিপন্ন করে প্রচারণা চালানো আইনগতভাবে নিষিদ্ধ। এ বিষয়ে সবাইকে যত্নশীল হতে হবে। যারা এ কাজটি করেছেন, তারা আইনের প্রতি অসম্মান দেখিয়েছেন।
 
এ ঘটনা প্রসঙ্গে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুনমুন নাহার আশা বলেন, জীবন্ত পাখি বা কোনো প্রতীক নিয়ে প্রচারণা চালানো যাবে না। খোঁজ-খবর নিয়ে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।