ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য রাখায় বিএনপি নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে বক্তব্য রাখায় বিএনপি নেতাকে বহিষ্কার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের ছাতক উপজেলার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সভায় সভাপতিত্ব ও বক্তব্য রাখায় নজরুল ইসলাম নামে এক বিএনপি নেতাকে বহিষ্কার করেছে দলটি। তিনি ছাতক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান।

 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল স্বাক্ষরিত বিবৃতিতে তাকে বহিষ্কার করা হয়।

এতে বলা হয়, নজরুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে ডামি তামাশার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সভায় সভাপতিত্ব ও বক্তব্য রেখেছেন গত ২৪ ডিসেম্বর। তাকে ছাতক উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। স্থায়ী বহিষ্কারের জন্য জেলা বিএনপির সুপারিশ কেন্দ্রে পাঠানো হলো।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।