ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ফরিদপুর জেলা যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
ফরিদপুর জেলা যুবদলের ৩ নেতাকে বহিষ্কার

ফরিদপুর: সংগঠন বিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফরিদপুর জেলা যুবদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।  

সোমবার (০১ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- ফরিদপুর জেলা যুবদলের সহসভাপতি মো. শহিদুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আনিস খান ও সহ-শ্রম বিষয়ক সম্পাদক এনামুল হোসেন।  

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে থেকে জানা গেছে।  

একই সঙ্গে ওই তিন যুবদল নেতাকে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।