ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে বিএনপির আহ্বায়কসহ আটক ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৪
মিরসরাইয়ে বিএনপির আহ্বায়কসহ আটক ১০

ফেনী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে লিফলেট বিতরণকালে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী (৫৭)সহ ১০ জনকে আটক করেছে পুলিশ।  

বুধবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার বড়তাকিয়া বাজার থেকে তাদের আটক করার বিষয়টি নিশ্চিত করেন মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম।

 

আটক অন্যরা হলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আলা উদ্দিন (৪৫), মঘাদিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোমিনুল ইসলঅম (৩১), চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ দিনাজ (৩৬), উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন টিপু (২৭), ফজলুল করিম (২৮), ওয়াহেদপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি শরিফ মাহমুদ (২৮), চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সদস্য ইকবাল হোসেন (২০), বিএনপি কর্মী অলি উল্লাহ (৪৫) ও সাহেদ (২০)।

ওসি সহিদুল ইসলাম বলেন, সকালে বড়তাকিয়া বাজারে নির্বাচন বানচাল করতে লিফলেট বিতরণ, মিছিল ও গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় উপজেলা বিএনপির আহ্বায়কসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ সময় নির্বাচনবিরোধী লিফলেট উদ্ধার করা হয়।  

আটক কয়েকজনের নামে থানায় আগে মামলা রয়েছে। এ ঘটনায় তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৪ 
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।