ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধা-৩: নৌকার প্রার্থীর বাড়িতে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
গাইবান্ধা-৩: নৌকার প্রার্থীর বাড়িতে হামলা, প্রাইভেটকার ভাঙচুর

গাইবান্ধা: গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। এ সময় বাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ বাড়ির সামনে রাখা ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের একটি প্রাইভেটকারে ভাঙচুর করা হয়।

 

শনিবার (৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পলাশবাড়ী পৌর শহরের কালীবাড়ি বাজারস্থ বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে উম্মে কুলসুম স্মৃতি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে আমার বাস আকস্মিক হামলা চালায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। তারা ভবনে ইটপাটকেল নিক্ষেপসহ বাসার সামনের সড়কে থাকা ছোট ভাই আমিনুল ইসলাম পাপুলের প্রাইভেট কার ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।

প্রত্যক্ষদর্শী জামালপুর গ্রামের সুজন মিয়া জানান, হামলাকারী ৫০/৬০ জনের অধিকাংশর মুখে ছিল মাস্ক-হেলমেট পড়া।  

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, এ ঘটনা সঙ্গে জড়িতদের চিহ্নিতসহ গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ