ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভোটের দিনে হরতাল ডেকে রাজপথে নেই বিএনপি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
ভোটের দিনে হরতাল ডেকে রাজপথে নেই বিএনপি

ঢাকা: নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করে আসছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো।

বিএনপির আন্দোলনের মধ্যেও আজ রোববার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দুই দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি।

ভোটের দিনের রাজধানীতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে মিছিল হয়। রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল করে ছাত্রদল। এছাড়া তেমন কোনো তৎপরতা দেখা যায়নি বিএনপির।

রাজপথে তেমন একটা তৎপরতা দেখা না গেলেও নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি এমনটি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বাংলানিউজকে জানান, নির্বাচনের বিষয়ে দলটির পক্ষ থেকে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রযন্ত্র আমাদের চলমান শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনকে কলঙ্ক লেপন করার নিমিত্তে পূর্ব পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ডের নীলনকশা বাস্তবায়ন করছে সরকার।

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত (৪৮ ঘণ্টা) দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে।
এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৪
টিএ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।