ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিজয় মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
বিজয় মিছিল না করতে নেতাকর্মীদের নির্দেশ শেখ হাসিনার

ঢাকা: নির্বাচনের ফল ঘোষণার পর আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকদের বিজয় মিছিল না করতে নির্দেশ দিয়েছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান গণমাধ্যমকে এ কথা জানান।

সায়েম খান বলেন, নির্বাচনে ফল ঘোষণার পর কোনো প্রকার বিজয় মিছিল না করতে এবং অন্যপ্রার্থী ও তার কর্মী-সমর্থকদের সঙ্গে সহিংসতা বা আত্মকলহ লিপ্ত না হতে সাংগঠনিক নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ চলে।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৪
এমইউএম/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।