ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কালাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
কালাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭

জয়পুরহাট: নির্বাচন পরবর্তী সহিংসতায় জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাইয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা ও স্বতন্ত্র প্রার্থী কাঁচি মার্কার কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের সাতজন আহত হয়েছেন।  

এদের মধ্যে একজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে উপজেলার মাত্রাই বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।  

আহতরা হলেন- কালাই উপজেলার শিব সমুদ্র গ্রামের আব্দুল হাই তালুকদার মুক্তার (৫০), মো. সামাদ (৪৫), জাফর (৪০), মো. রাশেদ, ওমর আলী, তোফাজ্জল হোসেন ও মো. সোহাগ গোল্লা।

স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরীর (কাঁচি মার্কা) কর্মী সমর্থকদের মধ্যে ১৮ ডিসেম্বর সংঘর্ষ হয়। ওই ঘটনায় উভয়পক্ষের পাল্টা-পাল্টি দুটি মামলা হয়েছে কালাই থানায়। পরবর্তীকালে নির্বাচনকালীন উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এতে নেতৃত্ব দেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপির পক্ষে কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন ও স্বতন্ত্র প্রার্থী গোলাম মাহফুজ চৌধুরী অবসরের পক্ষে মাত্রাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লজিক।  

এরই জেরে মঙ্গলবার রাতে নৌকা ও কাঁচি মার্কা সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের সাতজন আহত হয়। এদের মধ্যে নৌকা মার্কার সমর্থক সোহাগ ওরফে গোল্লার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য আহতরা জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে সেখানে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বলেন, সংঘর্ষের ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।