ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, মে ৩, ২০২৪
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গ্রেপ্তার মাহফুজুর রহমান হৃদয়

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ মে) দুপুরে রায়পুর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে তাকে সদর মডেল থানার একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।  

হৃদয়কে গ্রেপ্তারের ঘটনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।  

হৃদয় রায়পুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির মো. দুলালের ছেলে।

জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক ফারহান উদ্দিন সিফাতের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, হৃদয় তীব্র তাপদাহে সাধারণ মানুষের মধ্যে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ করছিলেন। কার্যক্রম চলাকালেই আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জেলা সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন প্রতিবাদ জানিয়েছেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন বলেন, পানি ও স্যালাইন বিতরণকালে হৃদয়কে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সামছুল আরেফিন ছাত্রদল নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।