ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

রাজনীতি

সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে: আমিনুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মে ৪, ২০২৪
সরকার হটাতে গণবিপ্লব ঘটাতে হবে: আমিনুল হক

ঢাকা: আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে হটাতে হলে গণবিপ্লব ঘটাতে হবে মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, আওয়ামী ফ্যাসিষ্ট সরকারকে হটানোর জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, এই সরকারকে এইভাবে আন্দোলন করে হটানো যাবে না। জনগণের বিপ্লব ছাড়া এই ফ্যাসিষ্ট সরকারকে হটানো দুষ্কর হয়ে যাবে।

আমিনুল হক বলেন, একটা ফ্যাসিষ্ট সরকার হলো অবৈধ সরকার, ভোটারবিহীন সরকার, যারা নিজেদের দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য যেভাবে অপচেষ্টা করে, তেমনি বাংলাদেশের আওয়ামী ভোটারবিহীন সরকার জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে নিজেদের ক্ষমতাকে ধরে রেখেছে। সেই সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে।

শনিবার (৪ মে) রাজধানীর আজমপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির দক্ষিণখান থানাধীন ৫০ নম্বর ওয়ার্ডের উদ্যোগে সাধারণ জনগণ ও পথচারীদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির   বক্তব্যে তিনি এসব কথা বলেন।

৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি সালাউদ্দিন খান লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আনোয়ারুজ্জামান আনোয়ার, হাজী মো. মোস্তফা জামান, মহানগর সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী, এবিএমএ রাজ্জাক, আলাউদ্দিন সরকার টিপু, হাজী ইউসুফ, আহসান হাবিব মোল্লা, আব্দুস সালাম সরকার, দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী দেওয়ান মো. নাজিম উদ্দীন, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু।

আমিনুল হক বলেন, আজকে তীব্র তাপদাহে দেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, তেমনি আওয়ামীলীগের অত্যাচার, নিপীড়ন নির্যাতনে সারা দেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। বাংলাদেশের মানুষ দুর্বিষহ জীবন যাপন করছে, এই আওয়ামী ফ্যাসিষ্ট সরকারের অত্যাচারে। কারণ এই আওয়ামী সরকার দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। জনগণের কথা সরকার চিন্তা করে না। জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। তাদের শুধু দরকার ক্ষমতা আর চেয়ার।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ভালো থাকলো কি থাকলো না, এই আওয়ামী সরকারের তাতে কোনো কিছু যায় আসে না। তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা গত ১৫ বছর যাবৎ দেখে আসছি।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার রয়েছে, এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকার সেটা হচ্ছে নিজের মতপ্রকাশের অধিকার, ভোটাধিকার প্রয়োগ করার অধিকার, সে অধিকারগুলো আওয়ামী সরকার হরণ করে ফেলেছে।

উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমিনুল হক বলেন, গত ৭ জানুয়ারির ডামি নির্বাচনে জনগণের বর্জনের মতো লোক দেখানো উপজেলা  নির্বাচনও এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মে ০৪, ২০২৪
টিএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ