ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১১ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির আংশিক ঘোষণা করা হয়েছে।  

শনিবার (১৫ জুন) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।

রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ২৬০ সদস্য বিশিষ্ট এই কমিটির ২৫৭ জনের নাম প্রকাশ করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া।  এছাড়া সহ-সভাপতি হিসেবে রয়েছেন জহির রায়হান আহমেদ, এ বি এম ইজাজুল কবির রুয়েল, মনজুরুল আলম রিয়াদ, রিয়াদ উর রহমান, খোরশেদ আলম সোহেল, শাকির আহমেদ, এম এম মুসা, এইচ এম আবু জাফর, শাফি ইসলাম, সোহেল রানা, শাহজাহান শাওন, তৌহিদুর রহমান আউয়াল, আরিফুল ইসলাম আরিফ, সজীব মজুমদার, হাসান আল আরিফ, নাজমুল হক, লিটন এ আর খান, মশিউর রহমান মামুন, মিঠুন কুমার দাশ, আবু সুফিয়ান, শফিকুল ইসলাম, আশিকুর রহমান, নিজাম উদ্দিন, রেহেনা আক্তার শিরিন, আনোয়ার পারভেজ, ইব্রাহিম খলিল ফিরোজ, সাইদ আহমেদ, হাবিবুল বাশার, হাফিজুর রহমান সোহান, জুয়েল মৃধা, মাকসুদুর রহমান সুমিত, জকির উদ্দীন আবির, মো কাজী জিয়া উদ্দিন বাসেত, হাসিবুল ইসলাম সজিব, রেজোয়ানুল হক সবুজ, মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা, অলিউজ্জামান সোহেল, আপেল মাহমুদ, মাসুদ রানা রিয়াজ, জহিরুল ইসলাম দিপু পাটোয়ারী।

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্যামল মালুম।  এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুমিনুল ইসলাম জিসান, ফারুক হোসেন, মোস্তাফিজুর রহমান, আরিফুল ইসলাম, সালেহ মো. আদনান, মাসুদুর রহমান মাসুদ, মওদুদ আহমেদ, হাসানুর রহমান হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল, এনামুল হক এনাম, মো. বায়োজিদ হুসাইন, এসএম হাসান মাহমুদ রিপন, মো. হাসনাইন নাহিয়ান সজিব, মোকছেদুল মোমিন মিথুন, মীর ইমরান হোসেন মিঠুন, আল মামুন (ঢাকা কলেজ), জুলকার নাইন, এস এম ফয়সাল, তারিকুল ইসলাম তারেক, মো. মাসুম বিল্লাহ, ফারহান মো. আরিফুর রহমান।

আবদুল জলিল আমিনুল, নকিবুল ইসলাম নকিব, মো. আসাদুজ্জামান রিংকু, মিয়া মো. রাসেল, রিয়াজ আনোয়ার হোসেন (আনোয়ার হোসেন রিয়াজ), এসএম দিদারুল ইসলাম দিদার, গোলাম কিবরিয়াফ, সাইফুল আলম বাদশা, এ. এস. এম.রাকিবুল ইসলাম আকাশ, আল মামুন (তিতুমীর কলেজ), কবির হোসেন ফকির, মো. রুবেল আমিন, মাহমুদুল হাসান, দেওয়ান সাইদুল ইসলাম পলাশ, শ্যামলী আক্তার, তানজিয়া আফরিন এলিনা, তন্বী মল্লিক, মুন্সী মোহাম্মদ জসীম রানা, মো. শাহাদাত হোসাইন, মো. রাব্বি হাসান, মো. জামিল হোসেন মুরসালিন, রাধে শ্যাম বিশ্বাস রাজেশসহ প্রমুখ।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. আমানুল্লাহ আমান, দপ্তর সম্পাদক পদে জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পদে শরীফ প্রধান শুভ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে মিনহাজ আহমেদ প্রিন্স, তথ্য ও গবেষণা সম্পাদক পদে মাহমুদ ইসলাম কাজল, সমাজ সেবা সম্পাদক মো. মাহাফুজুর রহমান দায়িত্ব পেয়েছেন।

ক্রীড়া সম্পাদক পদে বুরহান উদ্দিন খান সৈকত, আইন সম্পাদক পদে মো. সাজ্জাদ হোসেন সুজু, যোগাযোগ সম্পাদক আরিফুল হাসান আসিফ, পাঠাগার সম্পাদক পদে মো. তৌহিদুল ইসলাম, ছাত্রী বিষয়ক পদে জান্নাতুল ফেরদৌস নাসরিন, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক পদে সাদিকা তামান্না রেমি, সামাজিক যোগাযোগ ও গণমাধ্যম বিষয়ক পদে আহমেদ কামরান রাশেদ দায়িত্ব পেয়েছেন।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, জুন ১৬, ২০২৪
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।