ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটিকে অভিনন্দন

ঢাকা: ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির বিভিন্ন থানা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (৭ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শুভেচ্ছা জানান তারা।

 

নবগঠিত বিএনপি-ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সাইফুল আলম নীরব, সদস্য সচিব আমিনুল হক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনুকে অভিনন্দন জানানো হয়।  

যোগ্য নেতৃত্বে নতুন কমিটি গঠন করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শুভেচ্ছা জানাতে আসা দলের তৃণমূলের নেতাকর্মীরা।

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামসহ নেতারা উপস্থিত ছিলেন।  

এ ছাড়া ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির ইউনুস মৃধা, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, মো. মোহন, আব্দুস সাত্তার, হারুনুর রশিদ, মনির হোসেন চেয়ারম্যান, হাজী মোস্তফা জামান, আখতার হোসেন, সেকান্দর কাদির, সাইদুর রহমান মিন্টু, এবিএমএ রাজ্জাক, হাজী মো. ইউসুফ, কাউন্সিলর আলী আকবর আলী, এডভোকেট মকবুল হোসেন সরদার, আকবর হোসেন নান্টু ভূইয়া, আলাউদ্দিন সরকার টিপু, আরিফা সুলতানা রুমা, নাদিয়া পাঠান পাপন, কাউন্সিলর নাসরিন রশীদ পুতুলসহ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির বিভিন্ন থানা ও ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
টিএ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।