ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে উপাসনালয় নিরাপত্তায় বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
না.গঞ্জে উপাসনালয় নিরাপত্তায় বিএনপি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ১৩ নং ওয়ার্ডের বিভিন্ন মন্দির ও অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে নিরাপত্তা দিতে অবস্থান করছেন বিএনপির নেতাকর্মীরা।  

সোমবার (৫ আগস্ট) দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশের পর ওয়ার্ডের বিভিন্ন উপাসনালয়ে দলীয় নেতাকর্মী নিয়ে নিরাপত্তার জন্য অবস্থান করেন মহানগর যুবদলের সাবেক সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদের নেতৃত্বে তার নেতাকর্মীরা।

 

রাতে তারেক রহমানের নির্দেশনার পর কুড়িপাড়া ও রামকানাই আখড়ার মন্দিরসহ বিভিন্ন উপাসনালয়ে তাদের অবস্থান দেখা গেছে। সড়কে থাকা বিশৃঙ্খলাকারীদেরকেও বুঝিয়ে ঘরে ফেরাতে দেখা গেছে তাদেরসহ বিএনপি নেতাকর্মীদের।

মাকছুদুল আলম খন্দকার খোরশেদ জানান, আমাদের নেতা নির্দেশ দিয়েছেন কেউ যেন এই সুযোগে কোনো ধর্মাবলম্বীদের উপাসনালয়ে হামলা বা লুটপাট করতে না পারে। সেই নির্দেশ পাওয়ার সাথে সাথেই আমরা বিভিন্ন মসজিদের মাইকে ঘোষণা করেছি, যারা লাঠি হাতে বিভিন্ন কার্যকলাপ করছে তাদের দ্রুত ঘরে ফিরতে আহ্বান জানিয়েছি এবং উপাসনালয়গুলোতে অবস্থান নিয়েছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সক্রিয় হওয়ার আগ পর্যন্ত উপাসনালয়গুলোতে অবস্থান করবো এবং যেকোনো সমস্যায় তাদের পাশে থাকব।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।