ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি রিজভীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, আগস্ট ৬, ২০২৪
দেশে ফিরিয়ে এনে শেখ হাসিনার বিচারের দাবি রিজভীর রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

ঢাকা: কারামুক্ত হয়ে শেখ হাসিনার বিচার দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে কারামুক্তির পর তিনি সাংবাদিকদের কাছে এ দাবি জানান।

এ সময় রিজভী বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে খুনি হাসিনার পতন হয়েছে। পালিয়ে যেন তিনি পার না পেতে পারেন। তাকে গ্রেপ্তার করে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।

প্রসঙ্গত, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বিকেল ৫টায় তিনি কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন। একই সময়ে মুক্তি লাভ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক, ডাক্তার রফিকুল ইসলামসহ নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ০৬, ২০২৪
টিএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।