ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হামলার শিকার দলীয় কার্যালয় দেখতে গেলেন রাঙামাটির আ.লীগ নেতারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
হামলার শিকার দলীয় কার্যালয় দেখতে গেলেন রাঙামাটির আ.লীগ নেতারা

রাঙামাটি: রাঙামাটিতে হামলার শিকার দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের নেতারা।  

শনিবার (১১ আগস্ট) দুপুরে নেতারা দলীয় কার্যালয় ঘুরে দেখেন ও খোঁজ-খবর নেন।

 

পরিদর্শনকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর জেলা-উপজেলায় নেতা-কর্মীদের ওপর হামলা, জুলুম-নির্যাতন, অত্যাচার ও কার্যালয়ে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের তীব্র-নিন্দা ও প্রতিবাদ জানান।  

তিনি নেতা-কর্মীদের মনোবল না হারিয়ে আগস্ট মাসের শোককে শক্তিতে পরিণত করে নেতা-কর্মীদের পুনরায় সংগঠিত হওয়ার আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

গত ৫ আগস্ট প্রবল ছাত্র-জনতার আন্দোলনের জোয়ারে টিকে থাকতে না পেরে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলে দুর্বৃত্তরা আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের দলীয় কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ চালায়।  

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।