ঢাকা, শুক্রবার, ২৯ ভাদ্র ১৪৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দম্পতির

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দম্পতির

 টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে আখক্ষেতে শিয়াল মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে।

রোববার (২৫ আগস্ট) সকালে উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের বাসিন্দা কৃষক আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, কৃষক আরশেদ আলী তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। পরে সকালে অসাবধানতাবশত বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় স্বামী আরশেদ তা স্ত্রী রাহিমা বেগমকে বাঁচাতে এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদ তার আখক্ষেতে চুরি ঠেকাতে ও শিয়ালের হাত থেকে রক্ষা করতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখে। পরে সকালে তারা বিদ‌্যুৎ সং‌যোগ বন্ধ না ক‌রে ক্ষেতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনই মারা যায়।

ঘাটাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মর‌দেহ উদ্ধার ক‌রা হ‌য়েছে। আইনগত ব‌্যবস্থা গ্রহণ করা হ‌বে।

 

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।