ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি মোদি সরকার: রহমত উল্লাহ 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
শেখ হাসিনার পতন মেনে নিতে পারেনি মোদি সরকার: রহমত উল্লাহ 

ঢাকা: আওয়ামী লীগ সরকারের পতনকে সহজে মেনে নিতে পারেনি মোদি সরকার এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

তিনি বলেন, শেখ হাসিনার আমলে ভারত বাংলাদেশকে বধ্যভূমিতে পরিনত করেছে।

এখন তাদের আধিপত্য ফিরিয়ে আনতে বাংলাদেশ নিয়ে ভারত যে কোনো সময় ‘ক্যু অথবা দাঙ্গা’ লাগিয়ে দিতে পারে! তাই সারা দেশে আইনশৃঙ্খলা বাহিনী, ছাত্র-জনতা ও অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকতে হবে।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত বাংলাদেশ নিয়ে ভারতের ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাগপা নেতা রহমত উল্লাহ ভূঁইয়া বলেন, বাংলাদেশকে গিলে খাওয়ার পরিকল্পনা করেই ভারত গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের নেতা, পুলিশের কতিপয় কর্মকর্তা, সরকারি-বেসরকারি আমলা ও লোভী রাজনীতিক নেতাদের নারী এবং অর্থের বিনিময়ে জিম্মি করেছেন। সুতরাং ভারত এখনো আন্তর্জাতিকভাবে এবং আওয়ামী লীগের প্রেতাত্মাদের মাধ্যমে ষড়যন্ত্র করার চেষ্টা করছে।

তিনি বলেন, ভারত হলো একটি আত্মঘাতী দেশ। যে দেশ স্বার্থের জন্য নগ্ন চেহারা দেখায়। স্বার্থের প্রয়োজনে স্বৈরাচারকে গদিতে বসায়। আর দেশ-বিরোধী আওয়ামী লীগসহ অন্য দলের নেতারা ভারতের বিরুদ্ধে কঠোর হতে ভয় পায়। তবে বেঈমান-মুনাফেকদের মনে রাখা ভালো ভারত যদি আওয়ামী লীগকে আরেকবার ক্ষমতায় বসাতে পারে তাহলে বাংলাদেশ হবে ভারতের সামরিক ঘাঁটি। বাংলাদেশের আমলারা হবে তাদের চাকর।

তিনি আরও বলেন, জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান ও সহ-সভাপতি রাশেদ প্রধান এর নেতৃত্বে এবং ছাত্র-জনতাকে সঙ্গে নিয়েই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি রক্ষা করা হবে। ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেএসএফ এর সভাপতি হাজী আনোয়ার হোসেন, বিএনপির সালাউদ্দিন আহমেদ মানিক, জাগপা যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক নোমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান, মীর কচি, মনির হোসেন, বাদল মির্জা, আহসান উল্লাহ, জসিম উদ্দিন, মো. দিদার, মো. ইসমাইল হোসেন, ইমরান হোসেনসহ যুক্তরাষ্ট্র প্রবাসীসহ বিএনপি ও জাগপা নেতারা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
টিএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।