ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: বকুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে: বকুল

ঢাকা : বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম বকুল বলেছেন, হাজারো শহীদের জীবনদান তখনই পরিপূর্ণ সফল হবে যখন মানুষ তার ভোটাধিকার ফিরে পাবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

তিনি বলেন, যে আন্দোলনে পতিত স্বৈরশাসক দেশ ছেড়ে পালিয়েছে তা জনগণের দীর্ঘ দেড় দশকের অপশাসনের প্রতিবাদের বহিঃপ্রকাশ।

এই অর্জনকে নষ্ট হতে দেওয়া যাবে না।

বুধবার (২৫ সেপ্টেম্বর) বিএনপির নয়াপল্টনের কার্যালয়ে ছাত্রদলের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

বকুল বলেন, ফ্যাসিস্ট হাসিনাবিরোধী ধারাবাহিক আন্দোলনের কারিগর দেশনায়ক তারেক রহমান। জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সবাই অংশ নিয়েছেন। কারও ভূমিকা খাটো করা যাবে না। প্রতিবিপ্লবের মাধ্যমে দেশের গণতন্ত্র এবং সাম্য ধ্বংস করার পাঁয়তারা চলছে। প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় এতে ইন্ধন দিচ্ছেন শেখ হাসিনা। আর তা বাস্তবায়ন করার চেষ্টা করছে পতিত স্বৈরশাসকের দোসররা। তাই ছাত্রজনতাকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ছাত্রলীগ আগে যেভাবে দেশের সব শিক্ষাঙ্গনে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে, এখনো তারা ছাত্র সংগঠনের মাঝে বিভেদ সৃষ্টি করে আমাদের মাঝে অবিশ্বাস সৃষ্টি করার পাঁয়তারা করছে। শান্তিকামী ছাত্র সংগঠনগুলোর মাঝে ছাত্রলীগের এজেন্ট ঢুকিয়ে শিক্ষাঙ্গনকে অস্থির করতে চাচ্ছে। ছাত্রদল তা হতে দেবে না।

নাছির উদ্দীন নাছির বলেন, ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সংগঠন। এখানে সন্ত্রাসের কোনো স্থান নেই। আমাদের শক্তি অস্ত্র নয় কলম। আমাদের নেতা তারেক রহমান ছাত্রদলকে আদর্শ সংগঠন হিসেবে দেখতে চান। কিন্তু পতিত স্বৈরশাসক নিজেই ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিয়েছিল। যে অস্ত্র দিয়ে এখন তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

সভায় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ, সহ সাংগঠনিক, সম্পাদকমণ্ডলী উপস্থিত ছিলেন।

সভার শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
টিএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।