ঢাকা, বৃহস্পতিবার, ১৮ আশ্বিন ১৪৩১, ০৩ অক্টোবর ২০২৪, ২৯ রবিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

লালমনিরহাট: লালমনিরহাটে বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী।

গ্রেপ্তারকৃতরা হলেন- হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের উত্তর জাওরানী গ্রামের ইছামুল হকের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক জাহেদুল ইসলাম (৩০),  উপজেলা পরিষদের সাবেকে ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু (৪৫) ও টংভাঙ্গা এলাকার যুবলীগ কর্মী সফিকুল ইসলাম (৫৫)।  

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন্নবী বলেন, লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় আদালতে ৫৪ জনের নামসহ অজ্ঞাত দুই/আড়াইশজনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা করেন বিএনপি নেতা আব্দুল ওহাব মণ্ডল। আদালতের নির্দেশে ২৬ সেপ্টেম্বর সদর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।  

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক বলেন, এ মামলায় এ পর্যন্ত গ্রেপ্তার করা আসামির সংখ্যা তিন। এ তিনজনকে পৃথক স্থান থেকে গ্রেপ্তার করে পুলিশ। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।