ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লুটপাট-পাচারের টাকা দিয়ে শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৪
লুটপাট-পাচারের টাকা দিয়ে শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: এ্যানি বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

লক্ষ্মীপুর: লুটপাট-পাচারের টাকা দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের আমান উল্যাহপুর আয়েশা দাখিল মাদরাসা ও বন্যা আশ্রয়কেন্দ্রে দুর্গতদের জন্য আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, গণশত্রুতে পরিণত হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন শেখ হাসিনা। তবে তিনি দেশ থেকে পালিয়ে গেলেও ষড়যন্ত্র পালিয়ে যায়নি। ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, দেশের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। কারণ তার ও তার দোসরদেরতো টাকার অভাব নেই। হাজার হাজার কোটি টাকা তারা লুটপাট ও পাচার করেছেন। সেই টাকা দিয়ে এখন আমার-আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাদের সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।  

সরকারের কাছে দাবি জানিয়ে এ্যানি বলেন, রক্তের দাগ শুকায়নি। কিন্তু বিচারের প্রক্রিয়া এখনও ব্যাপকভাবে শুরু হয়নি। অবিলম্বে খুনিদের বিচার শুরু করতে হবে। কারণ এই খুনিদের বিচার না করলে সমাজ আঘাতপ্রাপ্ত হবে। এ দেশ ক্ষতিগ্রস্ত হবে। তাদের বিচার করে জবাব দিতে হবে যে আমরা জনগণের জন্য আন্দোলন করেছি। জনগণের জন্য লড়াই করেছি। আমরা দেশটা গড়তে চাই।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, বিগত সময়ে আমাদের ব্যাপক আন্দোলন করতে হয়েছে। ১৫-১৭ বছর আন্দোলন করেছি। আমাদের নেতা-কর্মী, ভাইয়েরা গুম-খুন, হামলা-মামলার শিকার হয়েছেন। যারা এসব অন্যায় করেছেন, তারা সবাই গ্রেপ্তার হননি। তাদের বিরুদ্ধে মামলাও দিতে হবে। তাদের গ্রেপ্তারও করতে হবে। আমরা তাদের বিচারও দাবি জানাই।

বন্যাদুর্গতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির পক্ষ থেকে বাঙ্গাখাঁ ইউনিয়ন বিএনপির ব্যানারে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।  

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও সদর উপজেলা (পূর্ব) ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন ভূঁইয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।