ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান রাহেল গ্রেপ্তার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান রাহেল গ্রেপ্তার 

জয়পুরহাট: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম রাহেল ইমামকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।  

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের পরির্দশকের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম ওই ইউনিয়নের গুনিপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনামুখী ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান।  

এর আগে তিনি একই ইউনিয়ন পরিষদে তিনবার সদস্যও ছিলেন। তিনি সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল জাফরপুর রেলস্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।
 
ডিবির এসআই আসাদুজ্জামান বলেন, চেয়ারম্যান রাহেল ইমাম আক্কেলপুর থানার একটি মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৩ ঘণ্টা, অক্টোবর ৭, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।