ঢাকা, বুধবার, ৭ কার্তিক ১৪৩১, ২৩ অক্টোবর ২০২৪, ১৯ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
ময়মনসিংহে পলাতক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার  

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে (৫৪) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ময়মনসিংহ নগরের গাঙ্গিনাপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৪।

পরে রাতে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করে র‍্যাব।

আব্দুল্লাহ আল আমিন বিপ্লব গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি দৈনিক সমকাল পত্রিকার গফরগাঁও উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

ময়মনসিংহ র‍্যাব-১৪ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, বিপ্লবের বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

স্থানীয়রা জানায়, বিগত সরকারের সময়ে দুইবার ইউপি চেয়ারম্যান ছিলেন আব্দুল্লাহ আল আমিন বিপ্লব। স্থানীয় এমপি বাবেল গোলন্দাজের ঘনিষ্ঠভাজন হওয়ার কারণে উপজেলাজুড়ে তার প্রভাব ছিল দৃশ্যমান। কিন্তু বিগত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি। এ কারণে ইউনিয়ন পরিষদেও তিনি অনুপস্থিত ছিলেন।  

গফরগাঁও পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, আবদুল্লাহ আল আমিন বিপ্লবের বিরুদ্ধে থানায় দুটি বিস্ফোরক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি প্রধান আসামি এবং অপর মামলায় ২২ নম্বর আসামি।  

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আসামিকে আমাদের হেফাজতে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে সোপর্দ করা হবে।  

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।