ঢাকা, রবিবার, ১১ কার্তিক ১৪৩১, ২৭ অক্টোবর ২০২৪, ২৩ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

জিল্লুর হত্যা মামলা: ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
জিল্লুর হত্যা মামলা: ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. জিল্লুর রহমান শেখ হত্যা মামলায় ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেনকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টায় বাড্ডার ডিআইটি প্রজেক্ট ৮নং রোডের নিজ দোকান থেকে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

বাড্ডা থানার বরাত দিয়ে তিনি বলেন, গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে আরও অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ গ্রহণ করেছিলেন জিল্লুর। এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীদের ছোড়া গুলিতে জিল্লুর গুরুতর আহত হয়। আহত অবস্থায় জিল্লুরকে স্থানীয় নাগরিক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর আহম্মদ হোসেন লিটন নামে একজন সচেতন নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।

তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় জিল্লুরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ডিসি মুহাম্মদ তালেবুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ