ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির দরকার: জোনায়েদ সাকি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির দরকার: জোনায়েদ সাকি 

ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন,গণতন্ত্রের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির দরকার। ফ্যাসিস্ট হাসিনার বিদায় হয়েছে কিন্তু ফ্যাসিবাদী ব্যবস্থা এখনো জারি আছে।

এই ব্যবস্থা বদলের কাজ গণসংহতি আন্দোলন জারি রাখবে।

আজ শুক্রবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর লালবাগে জামিলা খাতুন বালিকা বিদ্যালয়ে ২৪-এর ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।

সভায় জোনায়েদ সাকি বলেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, এই সরকারের প্রথম কাজ এই শহীদদের মর্যাদা নিশ্চিত করা এবং যারা আহত তাদের চিকিৎসার কোনো অবহেলা না করা।

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য, নতুন সংবিধানের জন্য জরুরি এ রাষ্ট্র কীভাবে চলবে সেটা এ দেশের সকল নাগরিক মিলে ঠিক করবে। কেউ যেন আবারও স্বৈরাচার হয়ে উঠতে না পারে সেই সাংবিধানিক ব্যবস্থা দরকার।

রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু বলেন, সকল শহীদদের স্মরণ করতে হবে। পাশাপাশি যারা জীবিত আছেন তাদের জন্যও লড়াই জারি রাখতে হবে। সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা যেন আমাদের রাজনৈতিক কর্তব্যটা বুঝি, পালন করি সেটাই এ মুহূর্তের অগ্রাধিকার।  

সভায় সভাপতিত্ব করেন লালবাগ থানা গণসংহতি আন্দোলনের আহ্বায়ক ইসমাইল হোসেন টিটো। এতে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, সদস্য সচিব সেলিমুজ্জামানসহ লালবাগ-চকবাজার-বংশাল-কোতোয়ালী-কামরাঙ্গীরচর থানা নেতারা।  

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।