ঠাকুরগাঁও: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেছেন, আমরা সমাজ ও রাষ্ট্রের আমূল পরিবর্তন চাই। এ জন্য আমাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের পরিবর্তন।
শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় ঠাকুরগাঁওয়ে পৌর যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেলোয়ার হোসেন বলেন, যুগে যুগে যুব সমাজ রাষ্ট্র, সমাজ সবকিছুর পরিবর্তন করেছে। আমাদের ৫২ ভাষা আন্দোলন সহ সব আন্দোলনে যুবকদের ভূমিকা অপরিসীম। তাদের মাধ্যমে সমাজের পরিবর্তন হয়েছে। আমাদের যে বিপ্লব হয়েছে সেই বিপ্লবে ও সব থেকে বেশি ভূমিকা ছিল তরুণদের। তরুণরা তাদের বুকের রক্ত বিলিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের মূল লক্ষ্য সমাজের নেতৃত্বের পরিবর্তন করা। স্থানীয় মেম্বার থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত নেতৃত্বের আমল পরিবর্তন হলেই দেশে পরিবর্তন সম্ভব। সৎ নেতৃত্বেই দেশের পরিবর্তন সম্ভব। সব সেক্টরে নেতৃত্বের পরিবর্তনে মাধ্যমেই আমাদের বিজয় আসবে ইনশাআল্লাহ। আর এ পরিবর্তনের আন্দোলন সিস্টেম হল নির্বাচন। মানুষের ভোটের সমর্থন নিয়ে এ পরিবর্তন করতে হবে।
বাংলাদেশ ছাত্রশিবিরের ঠাকুরগাঁও সাবেক জেলা সভাপতি ও পৌর যুব সভাপতি মো. রাজিউর রহমান রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- কেন্দ্রীয় মজলিসের সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের মো. দেলোয়ার হোসেন, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২৪
এসএম