ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নওগাঁয় জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
নওগাঁয় জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ

নওগাঁ: নওগাঁর বদলগাছী উপজেলার গোবরচপা এলাকায় জয়বাংলা স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে গোবরচোপা প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৮টার দিকে দুটি মাইক্রোবাসে করে বেশ কয়েকজন গোবরচোপা স্কুল গেটের সামনে এসে দাঁড়ান। এসময় জয়বাংলা স্লোগান দিয়ে আটটি ককটেল ছুড়ে পালিয়ে যায় তারা। এর মধ্যে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে এবং বাকি ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে এখনো আটক করা যায়নি।  

এদিকে ককটেল বিস্ফোরণের পর তাৎক্ষণিক মিছিল করেছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ২৩৩৭ ঘণ্টা, নভেম্বর ৪, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।