ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২৪
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সামিউর রহমান কম্পন

মানিকগঞ্জ: মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পনকে রংপুর জেলার পীরগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (৬ নভেম্বর) বিকেলের দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমানুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি অফিস পোড়ানোর ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তাকে।

জেলা স্বেচ্ছাসেবক দল পৌর শাখার আহ্বায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ এবং ১৫০ জন অজ্ঞাতপরিচয় বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমানুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিউর রহমান কম্পন রংপুর জেলার পীরগঞ্জে আছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাদের পাইপ বেয়ে পালিয়ে নামার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে। এতে করে তিনি আহত হলে রংপুর জেলা হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে তাকে মানিকগঞ্জ আনা হবে হবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।