ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
চীনের পথে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল

ঢাকা: চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে দেশটিতে সফরে গিয়েছেন বিএনপির ৪ সদস্যের একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলে আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, খুলনা বিভাগ ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও মিডিয়া সেল সদস্য মাহমুদা হাবিবা।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপির প্রতিনিধি দলটি দুপুর ৩টায় চায়না সাউদার্ন এয়ারলাইন্সের মাধ্যমে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৪
ইএসএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।