ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, দিলেন অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে বিএনপি নেতারা, দিলেন অনুদান

ঢাকা: বিএনপি ক্ষমতায় গেলে অভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

তিনি বলেছেন, ‌ছাত্র-জনতার আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি।

বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।   

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালাহউদ্দিন এ কথা বলেন। এসময় বিএনপির পক্ষ থেকে পাঁচ লাখ টাকা অনুদান দেওয়ার কথাও জানান স্থায়ী কমিটির এ সদস্য।

হাসপাতাল পরিদর্শনে এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহত ব্যক্তির চিকিৎসা দেশে সম্ভব নয়। তাই তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের পাঁচ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২৪
ইএসএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।