ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৫ আগস্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন: খাইরুল ইসলাম

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
৫ আগস্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন: খাইরুল ইসলাম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব বলেছেন, ৫ আগস্টের পর অনেকেই রূপ বদলে বিএনপি হয়েছেন। ফ্যাসিবাদী সরকারের আমলে তারা আমাদের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মামলা ও জেলে দিতে আওয়ামী লীগকে উসকে দিয়েছে।

আজ তারাই আমাদের সঙ্গে মিশে গেছে। তাদের চিহ্নিত করে তাদের অপকর্মের জবাব দেওয়া হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে সোনারগাঁ পৌরসভার নতুন টিপরদী এলাকায় পৌর যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত এক সমাবেশ এসব কথা বলেন তিনি।  

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের যুবদলের এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে খাইরুল ইসলাম সজীব বলেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের ত্যাগী ও জেল, জুলুমের শিকার নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। কেউ বিএনপির রাজনীতি করলেই সেই ব্যক্তি বিএনপির নয়। তাদের বিগত দিনের আমলনামা আমাদের কাছে আছে। আমলনামা দেখে দেখে তাদের মূল্যায়ন করা হবে।

সোনারগাঁ পৌরসভার যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া, রাকিব হোসেন, সদস্য নোবেল মীর, সোনারগাঁ পৌরসভা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক আল আমিন, আবু সালেহ মুছা,সাদিপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, যুবদল নেতা অলি আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
এমআরপি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।