ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাজনীতি

বেলাবতে আ.লীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
বেলাবতে আ.লীগ নেতা গ্রেপ্তার মো. নজরুল ইসলাম

নরসিংদী: নরসিংদীর বেলাব উপজেলা আওয়ামী লীগ নেতা মো. নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

সোমবার (২ ডিসেম্বর) রাতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পার্শ্ববর্তী শিবপুর থানার একটি বিস্ফোরক ও হত্যা মামলায় নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে।

নজরুল বেলাব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, গত জুলাইয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা ও শিক্ষার্থীসহ চারজন নিহত হওয়ার ঘটনায় নজরুলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।