মেহেরপুর: পতিত সরকারের সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বড় বোন শামীম আরা হীরা (৫০) ও তার স্বামী আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
হীরা মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য আর তার স্বামী মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা মামলায় তাদের ঢাকার বসুন্ধরা এলাকায় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী যুবমহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, মন্ত্রীর বড় বোন শামীম আরা হীরা ও মুজিবনগর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তকলিমা খাতুনের নামে সন্ত্রাসবিরোধী আইনে নতুন মামলা হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) জহুরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম রাজধানীর ভাটারা থানা পুলিশের সহযোগিতায় সোমবার (২ ডিসেম্বর) ঢাকার বাড়িতে অভিযান চালিয়ে হীরা ও তার স্বামীকে গ্রেপ্তার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, চলতি বছরের ৫ আগস্ট সকাল ১১টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা মেহেরপুর শহরের বড়বাজার, হাসপাতাল এলাকা ও সরকারি কলেজ মোড়ে শান্তিপূর্ণ আন্দোলন চালাচ্ছিলেন। এসময় আব্দুস সামাদ বাবলুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর সশস্ত্র হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহত করেন। এ ঘটনায় মামলা হয়।
এরপর থেকে আব্দুস সামাদ বাবলু, তার স্ত্রী শামীম আরা হীরা ও ছেলে তুর্য আত্মগোপনে চলে যান।
বাবলুকে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
এদিকে মঙ্গলবার বিকেলে পলি খাতুন নামে এক বিএনপি নেত্রীর মামলায় হীরাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
ওসি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আগামীকাল বুধবার (৪ ডিসেম্বর) সকালে শামীম আরা হীরাকে আদালতে নেওয়া হবে বলেও জানান ওসি আমানুল্লাহ আল বারী।
গত ৫ অগাস্ট সরকার পতনের পর সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের নামে মেহেরপুর থানায় তিনটি এবং ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা হয়।
১৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর হাতিরঝিল থানার নিউ ইস্কাটন এলাকার ৩৯৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
এসআই