ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

গুমের শিকার ব্যক্তিদের মুক্তি চেয়ে বরিশালে ছাত্রদলের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
গুমের শিকার ব্যক্তিদের মুক্তি চেয়ে বরিশালে ছাত্রদলের মানববন্ধন

বরিশাল: আন্তর্জাতিক মানবাধিকার দিবসে বরিশালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে মানববন্ধন করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

গুমের শিকার ছাত্রদলের নেতাকর্মী ও সব নাগরিকের মুক্তির দাবিতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ১২টায় বরিশাল নগরের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

সরকারি বিএম কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মানববন্ধনে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার ছাত্রদলের নেতাকর্মীদের নিপীড়নের ঘটনার যথাযথ বিচারের দাবি জানানো হয়।

মানববন্ধনে আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার হওয়া দুই ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, সিনিয়র সহ-সভাপতি তরিকুর ইসলাম তারেক, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবু, ইলিয়াস তালুকদার, বাবর, রায়হান উপস্থিত ছিলেন।

ছাত্রদলের নেতারা বলেন, ছাত্রদলের পাশাপাশি যে নাগরিকেরা গুমের শিকার হয়েছে তাদের মুক্তি দিতে হবে। একইসঙ্গে আওয়ামী লীগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় দৃষ্টান্তমূলক বিচারে ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারকে। নতুবা ফের ছাত্রদল রাজপথে আন্দোলনে নামার কথা বলেন।

ব্রজমোহন কলেজসহ সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।