ঢাকা, শুক্রবার, ৫ পৌষ ১৪৩১, ২০ ডিসেম্বর ২০২৪, ১৭ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

দলীয় কোন্দল মিটিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে: আমান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
দলীয় কোন্দল মিটিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে: আমান

মাগুরা: দলীয় কোন্দল মিটিয়ে জনগণের আস্থা অর্জন করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর বিএনপি বিভিন্ন জেলায় কমিটি বিলুপ্ত ঘোষণা করে।

তারই ধারাবাহিকতায় মাগুরায়ও কমিটি বাতিল করা হয়েছে। তারপর থেকেই বিভিন্ন সময় দলটির নেতাকর্মীদের মধ্যে নেতৃত্ব নিয়ে দেখা দেয় মতবিরোধ। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার ও জেলা বিএনপির নেতাকর্মীদের দলীয় শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফাতেমা কমিউনিটি সেন্টারে জেলার দলীয় নেতাকর্মীদের নিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ আহ্বান জানান।  

সমাবেশে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে রাজনীতিতে হামলা, মামলা, জেল ও হত্যাসহ নানা অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আসছেন। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে। এখন দেশের মানুষের আস্থা অর্জন করতে হবে, দলীয় শৃঙ্খলা মেনে চলতে হবে। দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপিকে একটি শক্তিশালী দলে পরিণত করতে হবে। পাশাপাশি আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে।  

এসময় বিএনপির স্থায়ী কমিটির প্রয়াত সদস্য তরিকুল ইসলামের ছেলে বিএনপির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুণ্ডু, সদস্য জেলা বিএনপি মনোয়ার হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা, আহসান হাবীব কিশোর, সাবেক সভাপতি যুবদল ওয়াশিকুর রহমান কল্লোল কল্লোলসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।