ঝালকাঠি: ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিম হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার ওয়াসিম পৌরসভার পূর্ব মালিপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঝালকাঠির সদর থানার একটি মামলায় ওয়াসিমকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
এসআরএস