ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৫
নাটোর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

নাটোর: দলের কেন্দ্রীয় সিদ্ধান্তে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।  

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। খুব শিগগিরই জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে।  

তিনি বলেন, ২০১৯ সালের ৫ জুলাই কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে ৪৩ সদস্য বিশিষ্ট নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। সেখানে আমিনুল হককে আহ্বায়ক ও রহিম নেওয়াজকে সদস্য সচিব করা হয়। সেই মোতাবেক দলটির কার্যক্রম চলছিল। এরপর দলের জেলা আহ্বায়ক আমিনুল হক মারা যান। পরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পান শহিদুল ইসলাম বাচ্চু।  

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।