ঢাকা, বুধবার, ১৪ কার্তিক ১৪৩১, ৩০ অক্টোবর ২০২৪, ২৬ রবিউস সানি ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবি

দ্বিতীয় ধাপে ৩৯ জেলায় সমাবেশ করবে বিএনপি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২২
দ্বিতীয় ধাপে ৩৯ জেলায় সমাবেশ করবে বিএনপি

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেওয়ার দাবিতে জেলা পর্যায়ে ২য় ধাপে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বুধবার (৫ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচিগুলোতে বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকদের টিমের সদস্য হিসেবে সমাবেশের সমন্বয় করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলার জাতীয় নির্বাহী কমিটির নেতাদের সমাবেশকে সফল করতে জেলা নেতাদের সার্বিক সহযোগিতা করারও নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি টিমে যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদলের শীর্ষ নেতাদের ১ জন করে প্রতিনিধি থাকবেন বলে জানানো হয়েছে।

১২ জানুয়ারি যেসব জেলায় সমাবেশ হবে-
রাজশাহী জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি থাকবেন দলীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।  

কুমিল্লা উত্তর ও দক্ষিণ জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মনিরুল হক চৌধুরী।

রংপুর জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঙ্গে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

বরিশাল দক্ষিণ জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সঙ্গে থাকবেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার।

খুলনা জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান।

চট্টগ্রাম দক্ষিণ জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদিন ফারুক।

সিলেট জেলায় মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আব্দুল মোক্তাদির।

১৫ জানুয়ারি যেসব জেলায় সমাবেশ হবে-
নীলফামারী জেলায় প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

ফেনী জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে থাকবেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

নওগাঁ জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সঙ্গে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।

কুষ্টিয়া জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সঙ্গে থাকবেন যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বরগুনা জেলায় প্রধান অতিথি দলের ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

শেরপুর জেলায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, এমপি।

বাগেরহাট জেলায় প্রধান অতিথি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান।
 
১৭ জানুয়ারি যেসব জেলায় সমাবেশ হবে- 
রাঙ্গামাটি জেলায় প্রধান অতিথি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম।

নেত্রকোনা জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

চাঁপাই নবাবগঞ্জ জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ, এমপি।

রাজবাড়ি জেলায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, বীর বিক্রম সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

নড়াইলে প্রধান অতিথি দলীয় ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান।

পিরোজপুরে প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।

চুয়াডাঙ্গায় প্রধান অতিথি দলীয় ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

কুড়িগ্রামের সমাবেশে প্রধান অতিথি সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।

১৯ জানুয়ারি যেসব জেলায় সমাবেশ হবে-
ময়মনসিংহ উত্তর জেলা মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

ঝালকাঠি জেলায় প্রধান অতিথি দলীয় ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, বীর উত্তম সাথে থাকবেন মজিবুর রহমান সরোয়ার।

মাগুরায় প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মাদারিপুরের সমাবেশে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মাদ নাসির উদ্দিন। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভূঁইয়া।

বান্দরবনে প্রধান অতিথি দলীয় ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।

মৌলভীবাজারে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

পঞ্চগড়ে প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

২২ জানুয়ারি যেসব জেলায় সমাবেশ হবে- 
নারায়ণগঞ্জ জেলায় প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

চাঁদপুরে প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম।

সাতক্ষীরায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মসিউর রহমান।

ময়মনসিংহ দক্ষিণ জেলা মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

নাটোর জেলায় প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান মিনু।

বরিশাল উত্তর জেলা মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সাথে থাকবেন ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও যুগ্ম-মহাসচিব মজিবর রহমান সরোয়ার।

চট্টগ্রাম উত্তর জেলা মহানগরীর বাইরে সমাবেশ হবে। প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সাথে থাকবেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবেদিন ফারুক।

সৈয়দপুরের সমাবেশে প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব হারুন অর রশিদ এমপি।

শরিয়তপুরের সমাবেশে প্রধান অতিথি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান। সাথে থাকবেন যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।  

এর আগে একই দাবিতে গত ২০ ডিসেম্বর হতে ৩০ ডিসেম্বর পর্যন্ত সারাদেশের ৩২টি জেলায় সমাবেশ করে বিএনপি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২২
এমএইচ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।